প্রকাশিত: Wed, Jan 4, 2023 4:26 PM
আপডেট: Sun, May 11, 2025 10:34 AM

আপনারা আসলে কি চান, পরীমনি-রাজ ও তাদের সন্তান রাজ্য মরে যাক, সুইসাইড করুক!

ফড়িং ক্যামেলিয়া

আপনারা আসলে চান কী? পরীমনি, রাজ তাদের বাচ্চা রাজ্য,  এরা তিন জন মরে যাক! সুইসাইড করুক? আপনি যে তাদের পোস্টে গিয়ে গালি দেন,  সেই গালির নিশ্চয়ই একটা ফলাফল আশা করেন,  সেই ফলাফল কী? আপনারা যেহেতু তীব্র ঘৃণা নিয়ে কমেন্ট করেন, পোস্ট লেখেন,  তখন নিশ্চয়ই চান ওই মানুষটা পৃথিবী থেকে চলে যাক। ভয়ানক এক্সিডেন্ট হয়ে মরে যাক। আপনি হয়তো বলবেন, না না আমি তো তারা খুন হয়ে যাক, সেটা চাই না। আমি বলবো,  অবশ্যই চান, কীভাবে চান কিংবা কীভাবে তাদের  খুন করে ফেলছেন, আমি দেখাচ্ছি। 

আপনি কারও পোস্টে গিয়ে তাকে এমন একটা কথা লিখে আসলেন, যেটা আপনাকে কেউ বললে আপনার কষ্ট হতো। মানে একটা গালি দিয়ে আসলেন। আপনার গালিটাকে যদি একটা ছুরির খোঁচা হিসেবে কাউন্ট করি এবং  ধরে নিই, সারা বছরে মোট ১ লক্ষ গালি আপনি-সহ বাকিরা মিলে তাকে দিয়েছে, তাহলে কী দাঁড়াল? তাহলে দাঁড়ালÑ মোট ১ লক্ষ ছুরির খোঁচা তাকে দেওয়া হয়েছে। এক লক্ষ ছুরির খোঁচায় যেকোনো মানুষ খুন হয়ে যাবে। আর আপনিও সেই খুনের একজন অংশীদার। আচ্ছা,  আপনার কি কখনো আপনার মা-বাবা, স্কুলের শিক্ষক, অফিসের বস,  চাচা- মামা, খালু, ফুপু, বন্ধুর বাপ কিংবা অপরিচিত কারও কথা শুনে নিজেকে তুচ্ছ মনে হয়েছে? মনে হয়েছে মরে যাই? নিজেকে খুব খুব ছোট লেগেছে? ভয়াবহ যন্ত্রণা পেয়েছেন? আমি হলফ করে বলতে পারি,  আপনি মানুষ হয়ে থাকলে অবশ্যই এই অনুভূতি আপনার হয়েছে। আপনার কখনো না কখনো খুব কষ্ট লেগেছে। অপমান লেগেছে। এই যে সেলিব্রেটি, যাদের দেখেন রঙিন রঙিন পোশাক পরে সুখী সুখী ছবি দিতে,  তারা কেউ এলিয়েন না, তাদের গায়ের রক্ত নীল না। তাদের গুলি করলে তারা মরে যাবেন। হাত-পা কেটে গেলে তাারা কষ্ট পান। আপনি আমি যে আঘাতে কষ্ট পাই, তারাও সেই একই আঘাতে কষ্ট পান। আপনি আমি যেমন প্রিয়জন হারালে চিৎকার করে কাঁদি, তারাও কাঁদেন। রাস্তায় যাবার সময় কেউ যেমন আপনাকে বুলি করলে আপনার খারাপ লাগে,  ওনাদেরও লাগে।   

ভেবে দেখেন,  যে কষ্ট আপনাকে কেউ না কেউ কখনো না কখনো দিয়েছে, সেই একই কষ্ট আপনিও কাউকে কোনো কারণ ছাড়াই দিচ্ছেন। আপনার কোনো ক্ষতি সে করেনি, তবুও আপনি তাকে কষ্ট দেবার জন্য ঘৃণামূলক কথা লিখছেন। অথচ এই আপনিই ওই ধরনের  কষ্ট পাওয়ার পরে,  বহুবার ভেবেছেন,  এই কষ্ট যেন আপনার শত্রুও না পায়। ছোট সময় শুনেছেন তো যে মানুষকে কষ্ট দিলে তার দ্বিগুণ, তিনগুণ হয়ে ফেরে? এই যে আপনি আপনার কমেন্ট দিয়ে একজনকে কষ্ট দিলেন, এর ফল আপনি পাবেন না ভাবছেন? যদি তাই ভেবে থাকেন, তাহলে ইতিহাসের দিকে তাকাবেন। দুনিয়ার সব চেয়ে ক্ষমতাধর  মানুষ ছিলেন হিটলার,  আজকে সে গালি হয়ে গেছে। 

শেষ করি একটা ছোট বিষয় বলে। আপনার বাবা-মা আছে, আপনার প্রেম আছে, প্রেমিক আছে, সংসার আছে, সন্তান আছে। আপনার আর্থিক অবস্থা আজকে ভালো। অন্যকে দুঃখী করলে আপনার এই সব সুখী সুখী জীবন থাকবে তো? অবসরে সময় নিয়ে ভাববেন, আপনি যে ওনাদের গালি দিয়েই যাচ্ছেন, কেন দিচ্ছেন? ওনাদের নিয়ে পোস্ট দিয়ে যখন ঘুমাতে জান, তখন স্বস্তি পান তো? আপনি সুখী তো? যদি সুখী না হয়ে থাকেন, তাহলে প্লিজ বোঝেন কেন আপনি সুখী নন। কেন এতো এতো কিছু করেও আপনার ভেতরটা শূন্য হয়ে থাকে? কেন আপনাকে রোজ একটা সুখী মুখোশ দিয়ে নিজেকে আড়াল করতে হয়? কেন প্রায়ই আপনার নিজেকে খুব  ব্যর্থ লাগে? ফেসবুক থেকে